বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মানিকগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্র নিহত

মানিকগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্র নিহত

মা‌নিকগঞ্জ, ১৯ জুন, এবিনিউজ : মানিকগঞ্জের শিবালয়ে বজ্রপাতে রহুল শেখ (৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত রহুল শেখ মা‌নিকগ‌ঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের দিনমজুর আওলাদ হোসেনের পুত্র। সোমবার দুপুরে উপজেলার আরুয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের ‌নিজ বা‌ড়ি‌তে এ ঘটনা ঘটে। সে স্থানীয় নালী-বরুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। জানা গে‌ছে, সোমবার দুপু‌রে বৃষ্টির সময় রহুল পাশের বাড়ি থেকে জাম্বুরা কুড়িয়ে নি‌য়ে নিজ বাড়ি ফিরছিল। এ সময় তার উপর আকম্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এবিএন/মো. সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত