![দলকে শক্তিশালী করতে মতভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মিজানুর রহমান খাঁন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/19/abnews-.bbbbbb_84126.jpg)
চাঁদপুর, ১৯ জুন, এবিনিউজ : চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক মো. মিজানুর রহমান খাঁন বলেছেন, জাতীয়পাটিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে সকল মতভেদ ভুলে গিয়ে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চাঁদপুর জেলার প্রতিটি উপজেলায় জাতীয়পাটির দূর্গ গড়ে তোলতে হবে। জাতীয়পাটির কোন বিকল্প নেই। অতীতে যত উন্নয়ন হয়েছে সাবেক প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদ এর নেতৃত্বে হয়েছে। তিনি বলেন, মতলব উত্তর উপজেলা ও দক্ষিণ উপজেলায় জাতীয়পাটির সাংগঠনিক কার্যক্রম আরও বেশী শক্তিশালী করতে হবে। ঈদের পর পরই মতলব উত্তর ও দক্ষিণে জাতীয়পাটির সম্মেলন করা হবে। চাঁদপুর জেলাস্থ কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভূক্ত ২/১ জন নেতা জেলা কমিটির বিরুদ্ধে অতীতেও বর্তামানে বিরুদ্ধে আচরণ করে আসছেন। আমি এ সকল নেতৃবৃন্দদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, দলে বিভ্রান্ত না করে এরশাদ পরিবারের সদস্যদেরকে নিয়ে দলের বৃহৎ স্বার্থে জাতীয়পাটির পতাকাতলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। তিনি আরও বলেন জাতীয়পাটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই মাহে রমজান ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ ১৯ জুন চাঁদপুর জেলার জাতীয়পার্টির নব গঠিত কমিটির নেতৃবৃন্দরা মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা জাতীয়পাটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তাৎক্ষণিক মতলব প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথাগুলো বলেন। এসময় বক্তব্য রাখেন, জেলা জাতীয়পাটির সদস্য সচিব প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর, মতলব উত্তর উপজেলা জাতীয়পাটির আহবায়ক আব্দুল কাইয়ুম খান, সদস্য সচিব মিয়া মোঃ শাহাজাহান, মতলব দক্ষিণ উপজেলা জাতীয়পাটির সভাপতি শংকর রাও নাগ, সাধারণ সম্পাদক এসএম সেলিম। এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা জাতীয়পাটির সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম সরকার, আব্দুর রহমান, মো. মানিক সরকার, জেলা জাতীয়পাটির নেতা গোলাম মোস্তফা, জেলা জাতীয় ছাত্র সমাজের নেতা সোহরাব মিয়াজীসহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ। এদিকে জেলা জাতীয়পাটির নব গঠিত কমিটির আহবায়ক মো. মিজানুর রহমান খান ও সদস্য সচিব প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর মতলবে এসে পৌঁছলে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা জাতীয়পাটির নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান।
এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/তোহা