![ঝালকাঠিতে বজ্রপাতে কৃষক নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/19/abnews-.bbbbbbbbbbbb_84139.jpg)
ঝালকাঠি, ১৯ জুন, এবিনিউজ : ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম গ্রামে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১টায়র দিকে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন আকন সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম গ্রামের গের আলীর ছেলে। তিনি কৃষি কাজ করে জীবিকা চালাতেন। বিষয়টি নিশ্চিত করে নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর বলেন, বাড়ির পাশের জমিতে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই নিহত হন ওই কৃষক।
এবিএন/আজমীর হোসেন/জসিম/তোহা