![সিআইএস-বিসিসিআইয়ের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/19/untitled-1 copy_84142.jpg)
ঢাকা, ১৯ জুন, এবিনিউজ : কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট ষ্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের (সিআইএস-বিসিসিআই) ২০১৭-২০ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন হাবিব উল্লাহ ডন । বর্তমানে তিনি এফবিসিসিআইয়ের পরিচারক ও বারভিডার সভাপতি হিসেবি দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি এ.এম গ্রুপেরও চেয়ারম্যান । উল্লেখ্য, সিআইএস-বিসিসিআই দীর্ঘদিন ধরে রাশিয়াসহ সিআইএসভুক্ত দেশ ইউক্রেন, বেলারুশ, আরমেনিয়া, আজারবাইজান, কাজাখস্তান, কিরিগিস্তান, মালডোভা, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ।
এবিএন/জসিম/ইমরান