শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বরগুনায় ডিবির দারোগার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা

বরগুনায় ডিবির দারোগার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা

বরগুনায় ডিবির দারোগার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা

বরগুনা, ১৯ জুন, এবিনিউজ : বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দারোগা আবু জাফরের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছে হালিমা বেগম। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচার মো. জুলফিকার আলী খান সোমবার মামলাটি গ্রহন করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলা হেউলিবুনিয়া গ্রামে শনিবার রাতে।

মামলার বাদী হেউলিবুনিয়া গ্রামের শাহ আলম সরদারের স্ত্রী হালিমা বেগম জানান, শনিবার রাত ১০টার সময় তার পরিবারের লোকজন নিয়ে নিজ বসত ঘরে ঘুমাবার প্রস্ততি নেয়। এ সময় ডিবি পুলিশের সোর্স টায়ার রাজু ও জিসান তাদের ঘরের সামনে এসে পানি খেতে চায়। হালিমার ছেলে হোমিও ডা. মুছা এক গ্লাস পানি এনে জিসানকে দেয়। সাথে সাথে টায়ার রাজু ডা. মুছার হাতে পুলিশের হাতকড়া পড়ায়।

ডা. মুছা প্রতিবাদ করলে রাজু জিসান ডা. মুছাকে কিলঘুষি মেরে বলে আমরা ডিবির লোক। একটু পর ডিবির দারোগা আবু জাফর ও পুলিশের সোর্স মজিদ হাওলাদারের ছেলে খলিল ঘরে ঢুকে ডা. মুছাকে টেনে হেচরে ঘর থেকে বাইরে নামাতে চেষ্টা করে। ডা. মুছার দুবোন কলেজ পড়–য়া নাবালক মরিয়ম ও সাথী দারোগার পা ধরে কান্না কাটি করে। দারোগা আবু জাফর মরিয়ম ও সাথীকে জোরে লাথি মেরে ফেলে দেয়। মরিয়ম দারোগার পা না ছাড়লে তার হাত ধরে দারোগা টেনে হেচরে পূর্ব পাশে পুকুর পাড়ে নিয়ে মরিয়মের পরিহিত স্যালোয়ার কামিজ খুলে ধর্ষনের চেষ্টা চালায়। মরিয়মের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দারোগা মরিয়মকে ধর্ষন করতে পারেনি। পরে ডা. মুছাকে নিয়ে দারোগা বরগুনা চলে এসে ১০০ পিচ ইয়াবা দিয়ে ডা. মুছাকে গ্রেফতার দেখায়।

দারোগার আঘাতে মুছার দুবোন বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মুছার মা বলেন, দারোগা আবু জাফর আমার দুমেয়েকে নির্যাতন করেছে। মরিয়মকে ধর্ষনের চেষ্টা করেছে। আমরা বিচার চাই। দারোগা আবু জাফর বলেন, মুছাকে ইয়াবাসহ গ্রেফতার করার কারনে তার মা মিথ্যা মামলা করেছে। বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক বলেন, বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেব।

এবিএন/তরিকুল ইসলাম/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত