
খাগড়াছড়ি, ২০ জুন, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলার রাঙামাটি, বান্দরবান ও দেশের বিভিন্ন স্থানে পাহাড় ধসে ৫সেনা সদস্যসহ শতাধিক নিহত, বন্যা এবং দূর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকায় খাগড়াছড়ির প্রশাসনিক সব ইফতার কর্মসূচি বাতিল করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি সেনা রিজিয়ন, জেলা পুলিশ, জেলা আওয়ামীলীগ ও জেলা আওয়ামী লীগের অংগসংগঠনের পূর্বনির্ধারিত ইফতার কর্মসূচি বাতিল করেছে। গত ১৮জুন(রোববার) খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রি: জেনারেল মীর মুশফিকুর রহমান এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২০ জুন খাগড়াছড়ি রিজিয়নের ইফতার অনুষ্ঠান বাতিল ঘোষণা করে দূর্গত এলাকার মানুষের পাশে থাকার কথা উল্লেখ করেন এবং সবার সহযোগীতা কামনা করেন। তবে জেলা প্রশাসনের উদ্দ্যোগে সার্কিট হাউজে একটি ইফতার পাটি ইতি মধ্যে সমাপ্ত করে ফেলেছেন।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার(জিটুআই) মেজর মো: মুজাহিদুল ইসলাম জানান, এ বছর ইফতার ও মাহফিল বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ইফতারের অর্থ দূর্গত এলাকার মানুষের জন্য দেয়া হবে বলেও জানান তিনি। একইদিন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিজস্ব ওয়েব সাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে ২১জুনের পূর্বনির্ধারিত ইফতার কর্মসূচি বাতিলের ঘোষণা দেয়। একই কারণে ২১জুন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের পূর্বনির্ধারিত ইফতার কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত জানান খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। গত ১৯ জুন জেলা পুলিশের ইফতার কর্মসূচিও বাতিল করেন পুলিশ সুপার আলী আহমদ খান। একইদিন জেলা বিএনপি’র ইফতার পাটিও বাতিল করেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী জানান, পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগের ফলে শতাধিক প্রানহানি ঘটনাসহ ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি, প্রধান সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় পাজেপ ও অন্যান্য সকল ইফতার বাতিল করেছে। মানবিক সাহার্য্যে হাত বাড়িয়ে ব্যাপক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানো আহবান জানান।
অন্যদিকে ’রাঙামাটির দূর্গতদের সহায়তায় এগিয়ে আসুন” প্রতিপাদ্য বিষয়ে খাগড়াছড়ির স্থানীয় তরুণদের সংগঠন খাগড়াছড়ি ব্লাড ডোনার এসোসিয়েশনের সদস্য মো: আলমগীর নেতৃত্বে ও শুভানুধ্যায়ীরা খাগড়াছড়ি জেলা থেকে অর্থ সংগ্রহ করছেন। এছাড়া খাগড়াছড়িতে ইফতার ও বিভিন্ন কর্মসূচি বাতিল করে বিভিন্ন সংগঠন রাঙামাটির দূর্গতদের জন্য আর্থিক সহায়তা প্রদান করছেন।
এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/ইমরান