শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খাগড়াছড়ির রাতে আশ্রয় কেন্দ্রে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

খাগড়াছড়ির রাতে আশ্রয় কেন্দ্রে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

খাগড়াছড়ির রাতে আশ্রয় কেন্দ্রে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

খাগড়াছড়ি, ২০ জুন, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের বিভিন্ন এলাকায় বন্যা দূর্গত মানুষের খোঁজ নিতে রাতে আশ্রয় কেন্দ্র গুলো পরিদর্শন করেছেন খাগড়াছড়ির ২৯৮নং আসনে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। সোমবার রাতে খাগড়াছড়ি শহরের গঞ্জপাড়া, ৩নং গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ, বাজার এলাকা ও মুসলিমপাড়া এলাকার আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে বন্যা দূর্গতদের খোঁজখবর নেন এবং ত্রাণসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেয়ার আশ্বাস দেন। তবে চেংগী নদীর মংগলবার সকালে পানি কমতে শুরু করলে তীরবর্তী বন্যা কবলিতরা নিজ নিজ ঘরে ফিরে ক্ষতিগ্রস্থ ঘর-বাড়ি মেরামতের ব্যস্ত হয়ে পড়েছে।

সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে কাছে পেয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন বন্যা কবলিতরা। আকস্মিক বন্যায় যে ক্ষয়ক্ষতির হয়েছে তার তালিকা তৈরী করে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এসময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: সাহাব উদ্দিন মিয়া, মো: মনির হোসেন খান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, সতীশ চাকমা, রেম্রাচাই চৌধুরী, ৩নং গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞান রন্জন ত্রিপুরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার ভোর থেকে টানা বর্ষণে খাগড়াছড়ি জেলা সদরসহ সবক’টি উপজেলার নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা প্লাাবিত হয়ে সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়। এসব পানিবন্দী মানুষেরা আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদসহ আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নেন।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত