![গোপালগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণ : অভিযুক্ত গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/20/rape-logo_84332.jpg)
গোপালগঞ্জ, ২০ জুন, এবিনিউজ : গোপালগঞ্জে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ছাত্রীকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ছাত্রী গোপীনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
সোমবার সেমামবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর শরীফপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বখাটে খালিদ মিয়াকে (২৫) আটক করেছে। খালিদ মিয়া ওই গ্রামের কুট্টি মিয়ার ছেলে। সে রাজমিন্ত্রীর সহকারীর কাজ করে এবং এলাকায় বখাটে হিসেবে পরিচিত। পরিবারের পক্ষ থেকে ওই বখাটের বিরুদ্ধে গোপালগঞ্জ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওই ছাত্রীর চাচা রেজাউল হক শরীফ অভিযোগ বলেন, স্কুলে যাতায়েরে সময় আমার ভতিজিকে ওই বখাটে উত্ত্যক্ত করতো। আজ সোমবার সকাল ৮ টার দিকে প্রইভেট পড়তে যাওয়ার সময় খালিদ তাকে ধরে ফাঁকা একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। ভাতিজির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে খালিদকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্কুল ছাত্রীকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপতালে ভর্তি করে।
তিনি আরো বলেন, পরিবারের পক্ষ থেকে ওই বখাটের বিরুদ্ধে গোপালগঞ্জ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এস.আই হযরত আলী বলেন, এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধারের পর স্কুল ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে ওই স্কুল ছাত্রী আমাদের জানিয়েছে। মেডিকেল করার জন্য ওই ছাত্রীকে গোপালগঞ্জ জেনারেল হাসপতালে পাঠানো হয়েছে। ছাত্রী পরিবারের পক্ষ থেকে বখাটের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপতালের গাইনী বিভাগের ডা. ফারিহা জামান বলেন, ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এমন প্রতিবেদন দিয়ে পুলিশ তার মেডিকেল করার জন্য তাকে হাসপাতালে পাঠিয়েছে। গোপালগঞ্জ সিভিল সার্জনের গঠিত মেডিকেল বোর্ড ওই ছাত্রীর মেডিকেল সম্পন্ন করেছে। রিপোর্ট হাতে পাওয়ার পর বিষিয়টি নিশ্চিত হওয়া যাবে বলে ওই চিকিৎসক জানান।
এবিএন/লিয়াকত হোসেন লিংকন/জসিম/ইমরান