![গোপালগঞ্জে দু’বাসের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/20/road-acc1@abnews_84335.jpg)
গোপালগঞ্জ, ২০ জুন, এবিনিউজ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় পুলিশ ফাড়িঁর এস আই শাহ জামাল জানান, মঙ্গলবার বিকালে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এ দুইজনের মৃত্যু হয়। তারা হলেন, বরিশালের আজিজ হাওলাদার (৬০) ও কামাল (১৭)।
সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মুকসুদপুর উপজেলার ছাগলছিঁড়া এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিআরটিসির একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়। তারা হলেন, বিআরটিসির বাস চালক মো: আবুল হোসেন শিকদার (৫০) মাদারীপুরের কালকিনি উপজেলার শশীকর গ্রামের উদয় রায়ের ছেলে মনোজ কুমার রায় (৪৫), বরগুনার আমতলীর জব্বার মিয়ার ছেলে কাওছার (১২) ও ভোলার আবদুল মান্নানের মেয়ে মুন্নি আক্তার (১৮)।
এস আই শাহ জামাল বলেন, ছয়জনের মৃত্যু ছাড়াও এ দুর্ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন। তাদের বরিশাল, ফরিদপুরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এবিএন/এম আরমান খান জয়/জসিম/নির্ঝর