![মোদিকেও ছাড়লেন না পাক সঞ্চালক! (ভিডিও)](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/20/pak-ankor_84379.jpg)
ঢাকা, ২০ জুন, এবিনিউজ : ভারত-পাকিস্তান ম্যাচ শুধু বাইশ গজের লড়াই নয়, মাঠের বাইরেও চলে বাক যুদ্ধ৷ কখনও ‘মওকা মওকা’য় তোলপাড়া সোশ্যাল মিডিয়া, কখনও ‘বাপ অউর বেটা’ তত্ত্বে সরগরম৷
ফাদার্স ডে’তে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে ‘বাপ কে’ প্রমাণ করতে নোঙরা ট্রলে মজেছে পাক সমর্থকরা৷ এখানেই শেষ নয়, বিরাটদের বিরুদ্ধে ১৮০ রানে জিতে ভারতের প্রধানমন্ত্রীকেও ছাড়লেন না পাক টেলিভিশন চ্যানেলের এক অ্যাঙ্কর৷
কী বলছেন প্রতিবেশী দেশের অ্যাঙ্কর! পাকিস্তানের জেতার খবর পড়তে পড়তেই উত্তেজিত হয়ে পড়েন তিনি৷ অ্যাঙ্কর বলতে থাকেন ফখর-আমিররা বুঝিয়ে দিয়েছে কে আসল বাপ৷ তারপরই মোদীকে আক্রমণ করে পাক টিভি সঞ্চালক বলেন, ‘যে পাকিস্তানকে পানি দিতে নারাজ৷ সেই পানিতেই ডুবে মরুন মোদি।’ প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীকে সামান্যতম সম্মান না দিয়ে এমন মন্তব্যে করায়, রীতিমতো ক্ষুব্ধ ভারতীয়রা৷
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি