![ঝালকাঠিতে উদ্ধার হওয়া শিশুকে পিতার কাছে তুলে দিলেন পুলিশ সুপার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/21/jhalokathi-uddhar@abnews_84455.jpg)
ঝালকাঠি, ২১ জুন, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়া থেকে অপহৃত এক শিশুকে পাচারকালে ঝালকাঠিতে উদ্ধারের পর আশুগঞ্জ পুলিশের কাছে তুলে দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান শিশুটিকে তার পিতার কাছে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মাদ আব্দুর রকিব ও অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল এমএম মাহমুদ হাসান পিপিএম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্তিত ছিলেন।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশ এবং উদ্ধার হওয়া শিশু শাকিকের বাবা ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। ছেলেকে ফিরে পেয়ে ঝালকাঠি পুলিশকে ধন্যবাদ জানান তিনি। তবে ঠিক কী কারণে ছেলেকে অপহরণ করা হয়েছে, তা তিনি জানাতে পানেনি।
আশুগঞ্জ থানার কলাপাড়া গ্রামের বাসিন্ধা অপহৃত শিশুটির পিতা জসিম উদ্দিন জানায়,১৮ জুলাই দুপুরে অপহরনকারী চক্র আমার বাড়ীর সামনে থেকে শাকিলকে বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে অপহর করে। পরে আমরা টের পেয়ে সম্ভব্য সবত্র খোজাখুজির পর আশুগঞ্জ থানা পুলিমের স্মরনাপন্ন হলে তারা ত্ৎক্ষনিক ভাবে উদ্দোগ নেয়ায় ঝালকাঠির পুলিশ সুপারের আন্তরিক পদক্ষেপে আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি। তিনি তার সন্তানকে উদ্ধারে পুলিশ বিভাগের ভূমিকায় ভূয়সী প্রসংশা করেন এবং ঝালকাঠি পুলিশ সুপার সহ সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এব্যাপারে ঝালকাঠি পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান জানিয়েছেন, সোমবার দুপুরে শিশুটিকে উদ্ধারের পর পারিবারিক পরিবেশে নতুন জামাকাপড় পড়িয়ে জেলা পুলিশের হেফাজতে রাখা হয়। মঙ্গলবার দুপুরে শিশুর পিতার উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পুলিশের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আশুগঞ্জ থানা পুলিশ পরবর্তী আইনী ব্যবস্থা নেবে।
রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার কলাপাড়া গ্রামের জসিম উদ্দিনের সাড়ে ছেলে শাবিক নিখোঁহ হয়ে বলে আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করে তার পরিবার। সোমবার দুপুরে ওই শিশুটিকে পাচারকালে ঝালকাঠি থেকে উদ্ধার জেলার নলছিটি থানা পুলিশ। এসময় পাচারকারী চক্রের সদস্য সন্দেহে ব্রাহ্মণবাড়িয়ার হাসান ওরফে হোসেন নামের এক যুবককেও আটক হরে ঝালকাঠি জেলা পুলিশ।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর