রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • প্রবাস-পরবাস
  • জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাবের উদ্দ্যেগে সেহেরী মাহফিল অনুষ্ঠিত

জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাবের উদ্দ্যেগে সেহেরী মাহফিল অনুষ্ঠিত

জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাবের উদ্দ্যেগে সেহেরী মাহফিল অনুষ্ঠিত

ঢাকা, ২১ জুন, এবিনিউজ : পবিত্র মাহে রমজানে জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব আয়োজন করেছিল দ্বীতয় বারের মত ব্যতিক্রমী সেহরী পার্টি। নিউ ইর্য়কর প্রান কেন্দ্র জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাবের উদ্দ্যেগে সেহেরী ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হল গত মঙ্গলবার ২১ জুন ২০১৬। গত মঙ্গলবার দিবাগত রাতে ১৬ রমজানের এই সেহরীতে বিপুল সংখ্যক এলাকাসীসহ নানা শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছিলেন। ৭২ স্ট্রীটের ৩৭ এভেনিউ জ্যাকসন হাইটস ক্লাবে রাত ২টা থেকেই সেহরী খেতে সমবেত হতে থাকেন অনেকেই। ৩টার সময় জমে উঠে ক্লাবে।

আমানের দোয়া ও মোনাজাতের মধ্যেদিয়ে আনন্দঘন আবহে সম্পূর্ণ ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে সেহেরী পার্টিতে পরিবেশিত হয় সু-স্বাদ খাবার। খাবারের মধ্যে ছিল গুরুর মাংস, মুরগির মাংস, মাছ, আলু ভর্তা, ভর্তা, ডাল, আম, কলা দুধ ও ইত্যাদি।

সেহরী পার্টি আয়োজনে জ্যাকসন হাইটস এলাকাবাসী নিবেদিত প্রাণ কর্মী দেওয়ান মনির, মতিউল ইসলাম, আলম, আজাদ, শহীদ, সেম জনি, আবতাব জনি, সুমন, এম রহমান, মুরাদ, আজাদ, ওনিক, তূষার।

বিশেষ অতিথিরা ছিলেন মীর নিজামুল হক, শাকিল মিয়া, আসাদ, বরকতউল্লা ভুলু, আমগীর খান আলম, তৈয়বুর রহমান টনি, আনোয়ার হোসেন, , সেলিম, আসাদ, ঈমাম কাজী কাইয়ুম, শাহাদাত,, রবিন, লুতফুর রহমান বাবু, সাকিল মিয়া, মানিক বাবু, কামরুজ্জামান বকুল, মানিক, সাকাওয়াত বিশ্বাস।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোস্তফা, দেলোয়ার, মা্নান, জাকির, আপন, রেহান উদ্দিন, রাজু, ন্নানু মিয়া, আজাদ আহমেদ, সুমুন, আলম, মালেক, ফারুক আহমেদ, দিপু, মোঃ বাবু, কাজি মানিক, মাহাবুবুর রহমান, মশিউর, টিটু, জনি, সিও, মাহী, জেরী প্রমুখ।

এবিএন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত