শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সেনবাগে মামলার বাদীর বাড়ীতে হামলা ভাংচুর

সেনবাগে মামলার বাদীর বাড়ীতে হামলা ভাংচুর

সেনবাগ (নোয়াখালী), ২১জুন, এবিনিউজ : জেল থেকে জামিনে এসে নোয়াখালীর সেনবাগে বাদীর বাড়ীতে হামলা ও ভাংচুর করেছে। ঘটনাটি বুধবার রাতে উপজেলার বীজবাগ ইউপির বীজবাগ গ্রামের আলী ব্যাপারী বাড়ীতে ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই বাড়ীর মানিকের ছেলে দাউদ প্রকাশ (গরু চোরা দাউদ) কে আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় ক্ষতিগ্রস্থ ফকির আহম্মেদের ছেলে সামছুল হক।

স্থানিয় ও থানা সুত্রে জানগেছে, উপজেলার বীজবাগ ইউপির বীজবাগ গ্রামের আলী ব্যাপারী বাড়ীতে ফকির আহম্মেদের খামারের গত মাসে ৫টি গরু চুরি করে নিয়ে যায় একটি চক্র। এ ঘটনায় ফকির আহম্মেদের ছেলে সাইফুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করে । সে মামলায় এজাহার ভুক্ত আসামী দাউদ ১৫ দিন আগে জেল থেকে জামিনে আসে।

গত মঙ্গলবার রাতে ফকির আহম্মেদের পুত্র সামছুল হক তাদের বাড়ীর সামনে পাশ্ববতি বাড়ীর সহিদ নামে এক যুবক কে গরু চুরির বিষয়ে জানতে চায় । সহিদ এ বিষয়টি সাথে সাথে দাউদ প্রকাশ (গরু চোরা দাউদ) কে জানায় ।

এরপরে দাউদ এলাকায় বহিরাগত তার অনুসারীদের খবর দেয় । তারা দুটি সিএনজি যোগে এসে দাউদের নেতৃত্বে বীজবাগ ইউপির বীজবাগ গ্রামের আলী ব্যাপারী বাড়ীর ফকির আহম্মেদের বসত ঘরে ককটেল দেশিয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ।

এসময় বাড়ীর লোক জন ভয়ে পালিয় যায়। খবর পয়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঘটনার সাথে জড়িত একই দাউদকে প্রকাশ (চোরা দাউদ) আটক করে । এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ফকির আহম্মেদের ছেলে সামছুল হক বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ক্ষতিগ্রস্থরা জানায় ।

সেনবাগ থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হারুনুর রশিদ, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় এক জন আটক আছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

এবিএন/ফিরোজ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত