![মানিকগঞ্জে পিকআপ খাদে পড়ে চালক নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/21/acc@abnews_84478.jpg)
মানিকগঞ্জ, ২১ জুন, এবিনিউজ : ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়াগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক তার চালক নিহত হয়ে। নিহত পিকঅাপ চালক জাহাঙ্গীর আলম (৩০)। অার তার পূর্ণাঙ্গ নাম ঠিকানা জানার চেষ্টা চলছে। বুধবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন-উদ-দৌলা জানায়, বুধবার সকালে মহাসড়কের শিবালয় উপজেলার টেপড়া এলাকায় পাটুরিয়াগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই পিকআপটির চালক জাহাঙ্গীর আলম ঘটনাস্থলেই মারা যায়।
নিহত জাহাঙ্গীর আলমের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর