![চাঁদপুরে ঈদ সামগ্রী ও চিকিৎসাসেবা কার্ড বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/21/01_84480.jpg)
চাঁদপুর, ২১ জুন, এবিনিউজ : চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে ১১৫জন টহল সদস্যের মাঝে ঈদ সামগ্রী ও চিকিৎসাসেবা কার্ড বিতরণ করা হয়েছে। গত ২০ জুন চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে টহল সদস্যদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা শামসুন্নাহার পিপিএম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ আশরাফুজ্জামান, জেলা কমিউনিটি পুলিশিংয়ের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক চাঁদপুুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আফজাল হোসেন, জেলা কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী ও সাধারণ সম্পাদক জিএম শাহীন। টহল সদস্যরা নতুন পোশাক পরিধান করে সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের কাজে সহযোগিতা করেন। পরে পুলিশ সুপারের নেতৃত্বে চাঁদপুুর শহরের গুরুত্বপূর্ণ সড়কে র্যালি বের হয়ে হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুলের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক শাহেদুল হক মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার কমিউনিটি পুলিশিং অফিসার পুলিশ পরিদর্শক মোঃ হারুনুর রশিদ, জেলা কমিটির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পৌর কমিটির সহ-সভাপতি অধ্যাপক শোয়ায়েব আহমেদ, কমিউনিটি পুলিশ টহল সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কমিটির আহ্বায়ক রোটাঃ মোঃ জামাল হোসেন, সদস্য অধ্যাপক মোশারফ হোসেন লিটন, গিয়াসউদ্দিন মিলন, ডাঃ মোঃ মিজানুর রহমান খান, চাঁদপুুর সদর উপজেলা কমিটির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, অঞ্চল- ৬-এর সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, অঞ্চল-১২-এর সভাপতি নূর খান, অঞ্চল-১০-এর সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, চাঁদপুুর অঞ্চল-১-এর সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরু মিজি, অঞ্চল-২-এর সভাপতি নকীবুল ইসলাম চৌধুরী, চাঁদপুুর অঞ্চল-১৪-এর সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, অঞ্চল-৫-এর সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, চাঁদপুুর অঞ্চল-৪-এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, অঞ্চল-১০-এর সাধারণ সম্পাদব মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ অলি, জেলা পরিবহন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক রোটাঃ মোঃ মফিজ উদ্দিন সরকার, চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির কোষাধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক, প্রচার সম্পাদক সেলিম রেজা, চাঁদপুুর সদর কমিটির যুগ্ম সম্পাদক হাফেজ মোঃ জাকির হোসেন মৃধা, অঞ্চল-১৫-এর সভাপতি মোঃ মুরাদ হোসেন খান, অঞ্চল-৬-এর সাধারণ সম্পাদক কাজী বেনজীর আহমেদ, বিশিষ্ট সমাজসেবক হাজী কাউছ মিয়ার প্রতিনিধি দেলু দর্জিসহ অন্য কর্মকর্তা।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ অলির বড় মেয়ে আনিকার রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সাথে যাঁদের সহযোগিতায় টহল সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে তাঁদের সুস্বাস্থ্য কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত করেন পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য ও আল হেলাল জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আবদুর রহমান গাজী। উল্লেখ্য, চাঁদপুরের কৃতী সন্তান, প্রখ্যাত দানবীর আলহাজ্ব কাউছ মিয়ার উল্লেখযোগ্য পরিমাণ অনুদানের কারণে উপরোক্ত কর্মসূচি সম্পন্ন করা সহজতর হয়েছে বলে অনুষ্ঠানে তাঁর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ঈদে যাঁরা কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের সাহায্য করেছেন তাঁরা অনেক ভালো কাজ করেছেন। ঈদ সামগ্রী ও খাদ্য পণ্য বিতরণে অনেক সওয়াব।
এ শহরে যারা ধনাঢ্য ব্যক্তি তাঁরা এ বিষয়টি উপলব্ধি করছেন বলেই তাঁদের আগ্রহকে কাজে লাগিয়েছে কমিউনিটি পুলিশিং কমিটি। সত্যিই এ কাজটি একটি মহৎ কাজ। যারা এ ভালো কাজে অংশ নিলেন তারা তাদের নামটি গোপন রেখেছেন। বিশেষ করে চাঁদপুুরের ধনাঢ্য ব্যক্তিরা টহল সদস্যদের সাহায্যে এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, পুরো দেশবাসী আজ কমিউনিটি পুলিশিং কার্যক্রমের কারণে অনেক নিরাপদ অনুভব করছে। দেশে কোটি কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়।
সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সবাইকে সজাগ ও সচেতন হতে হবে এবং কমিউনিটি পুলিশকে সহযোগিতা করতে হবে। সমাজের উন্নয়নে যারা কাজ করে তারা মানুষের হৃদয়ে অঙ্কিত থাকে। টহল সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, আপনারা ভালো সেবা দিলে সমাজের মানুষ আপনাদের পাশে থাকবে। জনগণের নিরাপত্তায় নিবেদিত হয়ে কাজ করলে আপনাদের সম্মান বেড়ে যাবে। আর আপনাদের যদি কেউ কোনো অসম্মান করে তাহলে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।
এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/ইমরান