![চুয়াডাঙ্গা থেকে অপহৃত ব্যবসায়ী গাংনীতে উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/21/opaharan-udder_84535.jpg)
মেহেরপুর, ২১ জুন, এবিনিউজ : মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলার মাঠ থেকে সবুর আলী (৪০) নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করেছে গাংনী পুলিশ। সবুর আলী চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার তিতুদহ গ্রামের আব্দুল মন্ডলের ছেলে। সে পেশায় ভূসিমাল ব্যবসায়ী। তাকে চুয়াডাঙ্গা ফাস্ট সিকিউরিটি ব্যাংক থেকে অপহরণ করা হয়।
গতকাল মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলার মাঠ নামক স্থানে অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয় গ্রামবাসী গাংনী থানা পুলিশকে খবর দেয়। এসআই মাহাতাব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে এসে ভর্তি করে। লোক মুখে খবর পেয়ে সবুর আলীর ছোট ভাই আব্দুল হলিম গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তাকে সনাক্ত করে।
সবুর আলীর ছোট ভাই আব্দুল হালিম জানান, সোমবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা জেলা সদরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে টাকা উত্তোলন করতে এসেছিলেন ভাই সবুর আলী। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলনা।
তিনি আরো জানান, ব্যবসায়ী সবুর আলীর ৪ টি ট্রাক ১৩ টি গোডাউন রয়েছে। সে ওই এলাকার একজন বিশিষ্ট ভূসিমাল ব্যবসায়ী হিসেবে পরিচিত।
গাংনী থানার এসআই মাহাতাব আলী জানান, অপহরণের ঘটনাটি চুয়াডাঙ্গা জেলাতে ঘটেছে। তার পরিবারের লোকজনের দাবীর প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হবে। এবং সেখানেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর