শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ঝালকাঠি লঞ্চঘাটের ইজারাদারের হাইকোর্টে রীট

ঝালকাঠি লঞ্চঘাটের ইজারাদারের হাইকোর্টে রীট

ঝালকাঠি, ২২ জুন, এবিনিউজ : ঝালকাঠি লঞ্চ ঘাটের ২০১৭-২০১৮ অর্থ-বছরের ইজারার টেন্ডারাদেশ (দরপত্র আহবান) স্থগিত করেছে হাইকোর্ট। হাইকোর্টের যৌথ বেঞ্চের বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক এবং বিচারপতি কাশেফা হোসাইন রীট শুনাণী শেষে এই আদেশ দেন।

ঝালকাঠি লঞ্চঘাটের ইজারার টেন্ডারের সকল কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন মর্ম্মে বুধবার নিশ্চিত করেছেন রীটকারী পক্ষের আইনজীবি ও সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট কাওসার হোসাইন।

ঝালকাঠি লঞ্চঘাট ইজারাদার কর্তৃপক্ষ গত ১৫ জুন হাইকোর্টে এই রীটটি দায়ের করেন। রীটকারী পক্ষে দাবী করা হয়, যেহেতু পল্টুন ও জেটি ভাংগাচোরা, যাত্রী চলাচলসহ মালামাল ওঠানামায় দীর্ঘদিন পর্যন্ত ঘাটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়ে আসছে। এতে ইজারাদার অর্থনৈতিকসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ায় বিআইডব্লিুউটিএ কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করার পরেও সংস্কারের কোন উদ্দোগ নেয়া হয়নি।

তার আবেদন নিস্পত্তি না করায় ইজারাদার অর্থনৈতিক ভাবে লোকসানের সম্মুখীন হলেও তা উপেক্ষা করে বিআইডব্লিুউটিএ কর্তৃপক্ষ গত ১ মে ২০১৭ তারিখে নতুন করে ইজারা দেয়ার জন্য পুনরায় টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে সংক্ষুব্ধ হয়ে ঘাট ইজারাদার কর্তৃপক্ষ মহামান্য হাইকোর্টে পরবর্তী মেয়াদের ২০১৭-২০১৮ অর্থবছরের ইজারাও যেন রীটকারীকে দেয়া হয় মর্ম্মে রীট আবেদন দায়ের করা হলে মহামান্য হাইকোর্ট এ বিষয়ে রুলনিশি জারী করে এবং টেন্ডারের সকল কার্যক্রম স্থগিত করে দেন।

উল্লেখ, দীর্ঘদিন ধরে ঝালকাঠি লঞ্চঘাট ও জেটি ভেঙ্গে ব্যবহার অনুপোযুগী হয়ে পড়ায় সাধারন যাত্রী ও পন্য ওঠানামায় চরম সমস্যা সৃষ্টি হয়েছে। টার্মিনালে প্রবেশ মুখের রাস্তা থেকে প্লাটুনের কাঠের টানাপোলের মুখে বিরাট খানাখন্দকের কারনে প্রতিদিন পণ্য উঠানামা করতে শ্রমিকদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। পল্টুনে গাড়ি ওঠানো অসম্ভব হলে রাস্তা থেকে শ্রমিকদের দিয়ে মালামাল ওঠা-নামা করায় অতিরিক্ত খরচ দিতে হচ্ছে সংশ্লিষ্টদের। এহেন দূর্ভোগের মধ্যেই গত ৮ জুন নৌমন্ত্রী শাহজাহান খান লঞ্চঘাট পরিদর্শন করলেও জনগনের এদূর্ভোগ লাগবে কোন ব্যবস্থাই গ্রহন করা হয়নি।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত