![চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/22/chadpur_abnews24_84734.jpg)
চাঁদপুর, ২২ জুন, এবিনিউজ : গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল।এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আব্দুল হাই উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিচিত্রা সাহার পরিচালনায় সভায় অংশ নেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান খান, ব্যাংকার মোঃ মজিবুর রহমান, মোঃ তাজুল ইসলাম মজুমদার প্রমুখ। সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও তা অনুমোদন করা হয়। সভার সভাপতি চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বলেন, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় কার্যক্রম আরো জোরদার করতে হবে। যেসব সমস্যা রয়েছে তা পর্যায়ক্রমে সমাধান করা হবে।
এসব প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হলে ধর্নাঢ্য ব্যক্তিরা সহযোগিতায় এগিয়ে আসতে পারেন। সভায় বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন, বিদ্যালয়ের জন্য একটি কম্পিউটার বরাদ্দ দেয়া, বিদ্যালয়ের জায়গার ব্যবস্থা করা, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বিষয়ে আলোকপাত করা হয়। বিষয়গুলো সভায় সদস্যরা চাঁদপুর জেলা প্রশাসক মহোদয়ের আশু দৃষ্টি আকর্ষন করেন।
সভায় তাৎক্ষণিক জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল মহোদয়ের বিদ্যালয়ের জন্য একটি কম্পিউটার সেট দেয়ার অনুরোধ করলে চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হাই এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর