শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক

ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক

ফরিদগঞ্জ (চাঁদপুর), ২২ জুন, এবিনিউজ : ফরিদগঞ্জে মিজান (৪২) নামে এক সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার গোবিন্দপুর ও পাইকপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করে পুলিশ। আটককৃতরা হচ্ছে গোবিন্দপুর গ্রামের মিজান, পাইকপাড়া গ্রামের মহসিন ও আলমগীর হোসেন।

জানা গেছে, ফরিদগঞ্জ থানার ওসি মোঃ শাহ আলমের নেতৃত্বে উপ-পরিদর্শক সালাহ উদ্দিন শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার গভীর রাতে উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে মৃত আঃ রশিদের ছেলে মোঃ মিজানকে আটক করে। সে ঢাকার তেজগাঁ থানায় ২০০৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

এছাড়া এএসআই বাহার উদ্দিন পাইকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে আলমগীর হোসেন ও আবদুল্লাহ ভূঁইয়ার ছেলে মহসিনকে আটক করে। আলমগীর (সিআর-২৬২/২০১২) নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ও মহসিন (জিআর-২৭৭/২০১৩)মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। ফরিদগঞ্জ থানার ওসি মোঃ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত