শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

শালিখা থেকে ১৫৭ বস্তা চোরাই চাল উদ্ধার

শালিখা থেকে ১৫৭ বস্তা চোরাই চাল উদ্ধার

মাগুরা, ২২ জুন, এবিনিউজ : মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী বাজারের একটি গুদাম থেকে ১৫৭ বস্তা চোরাই চাল উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ উদ্ধার অভিযান চালায়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কাভার্ড ভ্যানসহ ৬৫ বস্তা চাল যশোর থেকে উদ্ধার করা হয়। আর বুধবার দুপুরে বুনাগাতি বাজারের মো. ইমরান হোসেনের ভাড়া করা গুদাম থেকে ১৫৭ বস্তা চাল উদ্ধার করা হয়।

গুদামের মালিক বুনাগাতির মো. নুর ইসলাম বলেন, গত ১৪ জুন ইমরান হোসেন নামে হাটবাড়িয়ার এক ব্যক্তি আমার গুদামটি ভাড়া নেয়। ভাড়া নেওয়ার ৩ দিন পর ১৭ জুন গুদামে এ চালগুলো রাখে। এগুলো ক্রয়কৃত চাল বলে ইমরান আমাকে বলেছিল।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত