![পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ট্রাক পারাপার বন্ধ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/23/paturia-ghat@abnews_84833.jpg)
মানিকগঞ্জ, ২৩ জুন, এবিনিউজ : ঈদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখো মানুষের পারাপার নির্বিঘ্ন করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে আজ শুক্রবার থেকে ঈদের তিনদিন পর পর্যন্ত সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিআইডব্লিউটিসি ও স্থানীয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
তবে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরিতে জরুরী মালামাল ও পচনশীল পণ্য বোঝাই ট্রাক পারাপার করা হবে আগের মতোই।
পাটুরিয়া ফেরি ঘাটে শুক্রবার সকাল থেকেই যানবাহনের বাড়তি চাপ রয়েছে। যাত্রীবাহী বাসের তুলনায় ছোট গাড়ির চাপ বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়ছে। যানবাহনের চাপ বেশি হওয়ায় ফেরির জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যানবাহনগুলোকে।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক তানভীর আহম্মেদ জানায়, গাড়ির চাপ বেশি থাকায় ৪ ও ৫ নম্বর ঘাট দিয়ে শুধুমাত্র প্রাইভেটকার এবং মাইক্রোবাস পারাপার করা হচ্ছে। ছোট বড় ১৭টি ফেরি যানবাহন ও যাত্রীপারে নিয়োজিত রয়েছে। দুপুরের মধ্যে আরো একটি রো-রো ফেরি বহরে যোগ হওয়ার কথা রয়েছে।
মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান জানায়, যানজট এড়াতে, চুরি-ছিনতাই, অজ্ঞান ও মলম পার্টিসহ আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৬শ পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে আমাদের একাধিক টিম নিয়োজিত রয়েছে। ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে মিটিং করে ঘরমুখো মানুষের পারাপার নির্বিঘ্ন করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে আজ শুক্রবার থেকে ঈদের তিনদিন পর পর্যন্ত সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রেখেছি।
এবিএন/মো. সোহেল রানা খান/জসিম/নির্ঝর