শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঝালকাঠিতে স্কুল ছাত্রীকে ইভটিজিংকালে আটক যুবকের কারাদন্ড
ঈদকে সামনে রেখে সিসি ক্যামেরা সু-ফল

ঝালকাঠিতে স্কুল ছাত্রীকে ইভটিজিংকালে আটক যুবকের কারাদন্ড

ঝালকাঠিতে স্কুল ছাত্রীকে ইভটিজিংকালে আটক যুবকের কারাদন্ড

ঝালকাঠি, ২৩ জুন, এবিনিউজ : ঝালকাঠিতে সিসি ক্যামেরার সু-ফল স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের চিত্র দেখে থানা পুলিশ অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে। স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে সুজন সিকদার (২২) নামে এক যুবককে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মকবুল হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন।

পুলিশ সুত্রে জানাগেছে, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সামনের সড়কে তিন স্কুল ছাত্রীকে সুজন সিকদারসহ তার কয়েক সহযোগী উত্যক্ত করে। স্কুলগামী ছাত্রীরা এসময় তাদের প্রতি আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করলে বখাটেদের সঙ্গে বাকবিতন্ডা হয়। এসময় শহরে ঈদ উপলক্ষে গুরুত্বপূর্ন সড়কগুলোতে লানো সিসি ক্যামেরা মনিটরিংয়ের দায়িত্বরত অতিরিক্ত পুলিশ এম এম মাহমুদ হাসান বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে থানা পুলিশের একটি দল প্রেরন করেন।

পুলিশের অভিযান কালে সুজন সিকদারকে আটক করতে সক্ষম হলে অন্য বখাটেরা পালিয়ে যায়। পরে আটক সুজন সিকদারকে ঝালকাঠি সদর উপজেলার ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে তাকে এক মাসের দন্ডাদেশ প্রদান করা হয়। সুজন ঝালকাঠি সদর উপজেলার আগরবাড়ি গ্রামের আফতার আলী সিকদারের ছেলে।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত