বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

পাটুরিয়ায় ৫ কিলোমিটার ব্যাপি যানজট

পাটুরিয়ায় ৫ কিলোমিটার ব্যাপি যানজট

মানিকগঞ্জ, ২৩ জুন, এবিনিউজ : পরিবারের সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ীর টানে বাড়ি ফিরছে রাজধানী ঢাকাসহ শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হওয়া যাত্রীদের উপচে পড়া ভিড়ের কারণে বাড়তি পরিবহনের চাপ গিয়ে পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও যানবাহন পারাপারের পাটুরিয়া ফেরিঘাটে।

অতিরিক্ত পরিবহনের চাপে মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া ফেরিঘাটে সৃষ্টি হয়েছে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজট। মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ফেরিঘাটে শুক্রবার বিকেল ৪ টা পর্যন্ত ছোট বড় মিলিয়ে প্রায় ৪ শতাধিক এর বেশি যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে।

শুক্রবার সকাল ১০টার পরে পাটুরিয়া ফেরিঘাটে পরিবহনের জট বাধতে শুরু হয়। ঘড়ির কাটায় সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ঘাটে পরিবহনের চাপ। সেই সঙ্গে দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে যানবাহনের সাড়ি। দুপুর ১২ টার ফেরিঘাটে আসা পরিবহগুলোকে ফেরি পার হতে ৪ ঘণ্টার উপরে অপেক্ষা করতে হচ্ছে।

এ যানবাহন গুলোকে ফেরিতে উঠতে এখনও দুই ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন পরিবহন ও ফেরিঘাট সংশ্লিষ্টরা। ঢাকা থেকে ফরিদপুর গামী যাত্রী রুবেল আহম্মেদ জানায়, দুপুর ১ টার দিকে বাসে করে ঘাটে এসেছি। গাড়ির লম্বা সাড়ি দেখে দু ঘন্টা অপেক্ষা করে পরে লঞ্চে পারের জন্য লাইনে দাড়িয়ে আছি। কখন লঞ্চে উঠতে পারবে জানি না। এখনও আমার সামনে ৫০০ মতো মানুষ রয়েছে।

ঢাকা থেকে ঝিনাইদহের উদ্দেশে রওনা হওয়া যাত্রী মো: আবুল হোসেন জানায়, দুপুর ১২ টার দিকে ফেরি ঘাটে এসেছি ৪ টার বেশি বাজে। কিন্তু এখনো ফেরিতেই উঠতে পারলাম না।

রাস্তাতেও যানজট, ফেরিঘাটেও যানজট; ভোগান্তি তো হচ্ছেই। তারপরও ভালোভালো বাড়িতে পৌঁছাতে পারলেই খুশি। পরিবারের সবাই মিলে ঈদ উদযাপন করবো এর থেকে খুশির আর কী হতে পারে।

পাটুরিয়া ফেরিঘাট এলাকা ট্রাফিক পুলিশের এসআই মুকতার হোসেন জানায়, পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা বাসের লাইন প্রায় ৫ কিলোমিটার। বাস ও ছোট গাড়ির চাপ থাকায় শুক্রবার ভোর থেকে টার্মিনালে আটকা রয়েছে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।

পাটুরিয়া নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম জানায়, শুক্রবার সকাল থেকেই পাটুরিয়া ঘাট এলাকায় ছোট গাড়ির চাপ বাড়তে শুরু করে। দুপুর পর্যন্ত ছোট গাড়ির লাইন কয়েক কিলোমিটার এলাকায় পৌঁছে গেছে। ঘাটের ৪ ও ৫ নম্বর পন্টুন দিয়ে ছোট গাড়িগুলো পার করা হচ্ছে।

পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের প্রান্তিক সহাকারী এসএম তোহা জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৭টি ফেরি চলাচল করছে। দুপুরের পরপরই আরও একটি বড় ফেরি যানবাহন পারাপারে যোগ হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ থাকার কারণে ঘাট এলাকায় প্রায় দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

পাটুরিয়া ফেরিঘাটে দায়িত্ব পালন করা বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কর্মী মো. রাব্বী জানায়, সকাল ১০ টার আগে যেসব পরিবহন ঘাটে আসে সেগুলো যানজট ছাড়াই পারাপার হয়েছে। ১০ টার পরে গাড়ির চাপ বাড়ায় ফেরি পারাপারের অপেক্ষায় থাকা পরিবহনের সংখ্যাও বাড়েছে।

এবিএন/সোহেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত