![আটকা রয়েছে দুই শতাধিক ট্রাক; স্বাভাবিক পাটুরিয়া ফেরিঘাট](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/24/image_85019.jpg)
মানিকগঞ্জ, ২৪ জুন, এবিনিউজ : গতকাল শুক্রবার দুপুর থেকে রাতভর যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও শনিবার সকাল থেকে পাটুরিয়া ফেরিঘাটে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে।
পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভীড় থাকলেও যানবাহনের চাপ তেমন নেই। তবে প্রাইভেট ছোট গাড়ির চাপ বাড়ছে পাটুরিয়া ফেরিঘাটে। সময় বাড়ার সাথে সাথে শতাধিক ছোট গাড়ি ও যাত্রীবাহী বাস ঘাটে জমা হয়েছে। আর ট্রাক পারাপার বন্ধ থাকায় ঘাটে জমা রয়েছে পণ্যবাহী দুই শতাধিক ট্রাক।
ঈদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখো মানুষের পারাপার নির্বিঘœ করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে শুক্রবার থেকে ঈদের তিনদিন পর পর্যন্ত সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানায়, “শনিবার সকাল থেকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বড় যাত্রীবাহী বাসের তেমন কোন চাপ নেই। বেলা সাড়ে ১১ টা পযন্ত ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা বাসের সংখ্যা শতাধিক। আর ছোট ছোট গাড়ি রয়েছে দেড় শতাধিক। অপরদিকে ঘাট এলাকায় বাড়তি যানবাহনের চাপ না থাকার কারণে দুই থেকে তিন ধরে পাটুরিয়া ট্রাক টার্মিনালে অপেক্ষায় থাকা ট্রাক গুলোকে বাসের সাথে সাথে গুরুত্ব অনুযায়ী কিছু কিছু পারাপার করা হচ্ছে। তবে এরপরও ঘাটের টার্মিনালে আটকা রয়েছে দুই শতাধিক ট্রাক।”
বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক জিল্লর রহমান জানায়, “অন্য সময় সাধারণত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৩/১৪টি ফেরি চলাচল করে। কিন্তু এখন ঈদ উপলক্ষ্যে বর্তমানে চলাচল করছে ১৮টি ফেরি। এরপরও যানবাহনের বাড়তি চাপ হতে পারে এ কারণে আরো একটি ফেরি দুপুরের মধ্যেই যোগ হবে।”
পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম জানায়, “ভোর থেকে বাস ও বেশ কিছু ছোট গাড়ির লাইন থাকলেও দুপুরের দিকে সেই চাপ অনেকটা কমে আসবে। কিন্তু পাটুরিয়া ঘাটে পণ্যবাহী দুই শতাধিক ট্রাক অপেক্ষমাণ। যাত্রীবাহী কোচ ও প্রাইভেটকার, মাইক্রোবাসগুলো ঘাটে পৌঁছেই ফেরি পারাপার হতে পারছে।”
দুপুর নাগাদ যানবাহনের চাপ বাড়তে পারে। তবে সকাল থেকে লঞ্চগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভীড়।
এবিএন/সোহেল/জসিম/এমসি