শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মাগুরায় ইজবাইকের চাপায় একজনের মৃত্যু

মাগুরায় ইজবাইকের চাপায় একজনের মৃত্যু

মাগুরা, ২৫ জুন, এবিনিউজ : মাগুরা সদরের কান্দাবাঁশকোটা এলাকায় আজ রবিবার সকালে স্যালো ইঞ্জিন চালিত যান ‘গ্রামবাংলা’র চাপায় ওলিয়ার রহমান (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওই গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সকাল ৭টার দিকে শহরতলীর কান্দা বাঁশকোটা এলাকায় ইজিবাইকে চড়ে কাটাখালির দিকে যাচ্ছিলেন ওলিয়ার। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গ্রামবাংলা (স্যালো ইঞ্জিন চালিত মানুষবাহী যান) তাদের ইজিবাইকটিকে (ব্যাটারি চালিত যান) আঘাত করে। এতে রাস্তার উপর ছিটকে পড়ে ওলিয়ার মাথায় গুরুতর আঘাত পান।

আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে নয়টায় ডা. অমর প্রসাদ বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন। গ্রামবাংলার চালক পালিয়ে গেছে। ইজিবাইক চালক আটক আছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

এবিএন/শংকর রায়/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত