![মাগুরায় ইজিবাইক চাপায় নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/25/magura_abnews24_85173.jpg)
মাগুরা, ২৫ জুন, এবিনিউজ : মাগুরা সদর উপজেলায় ইজিবাইক চাপায় ওলিয়ার রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওলিয়ার কান্দাবাঁশকোঠা এলাকায় প্রয়াত মোসলেম মিয়ার ছেলে।
আজ রবিবার সকাল ৯টার দিকে উপজেলার কান্দাবাঁশকোঠা এলাকায় মাগুরা-শ্রীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, সকাল ৯টার দিকে কান্দাবাঁশকোঠা এলাকায় রাস্তা পার হওয়ার সময় ওলিয়ারকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক চাপা দেয়। উদ্ধার করে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইজিবাইকসহ চালককে আটক করা হয়েছে জানিয়ে ওসি বলেন, মামলার প্রস্তুতি চলছে।
এবিএন/জনি/জসিম/জেডি