![লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭ উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/25/dsc_85195.jpg)
নড়াইল, ২৫ জুন, এবিনিউজ : নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭ উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার ২৮ রমজান সন্ধায় লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭ এর শুভ উদ্বোধন করেন লোহাগড়ার কৃতি সন্তান রাজশাহী ম্যাট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ লিপু।
অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, সাবেক প্রধান শিক্ষক বাবু অরবিন্দু আচায্য, লোহাগড়া সরকারি মহাবিদ্যালয়ের ৫০ বছর পুর্তি উৎসব আয়োজনের সদস্য সচিব সৈয়দ মশিয়ার রহমান,স্বগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকএসএম হায়াতুজ্জামান।
৫০ বছর পুর্তি উৎসব আয়োজনের যুগ্ম আহবায়ক সলিমুল্লা পাপ্পু, ডাঃ মনোয়ার হোসেন তাপশ, যুগ্ম সদস্য সচিব ও নিরাপদ সড়ক চাই নিসচা’র জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলম প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭ এর আয়োজক ২০১৪ এসএসসি ব্যাচ এর ছাত্র মেহেদী হাসান জয়, আসিফ পিয়াল, অনুপম রেজা ধ্রুবসহ আরো অনেকে।
অনুষ্ঠানের এসপন্সর করেন রাশেদুল বাসার ডলার। উদে¦াধনী খেলায় ২০১১এর সাথে ২০১২ ব্যাচের ক্রিকেট ম্যাচদিয়ে রাতের সুচনা হয়।
এবিএন/খায়রুল/জসিম/এমসি