শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • ঈদের আগের দিন অন্য চিত্র পাটুরিয়া ফেরি ঘাটে

ঈদের আগের দিন অন্য চিত্র পাটুরিয়া ফেরি ঘাটে

ঈদের আগের দিন অন্য চিত্র পাটুরিয়া ফেরি ঘাটে

মানিকগঞ্জ, ২৫ জুন, এবিনিউজ : ঈদের আগের দিন যেখানে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে অপেক্ষার পর পাটুরিয়া ঘাটে ফেরীতে উঠতে হতো। তেমন চিত্র নেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের পারাপারের পাটুরিয়া-দৌলতদিয়া ফেরী ঘাটে।

রবিবার (২৫) জুন সকাল থেকে সন্ধ্যায় এ রিপোট লেখা পর্যন্ত পাটুরিয়া ঘাটে যানবাহনের পারাপারের জন্য অপেক্ষায় থাকতে হয়নি। তবে ঘাটে অর্ধ শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। এ নৌ-রুটে ১৮টি ফেরি চলাচল করছে। গতবারের ঈদে তীব্র যানজট থাকলেও এবার তার ভিন্ন চিত্র দেখা দিয়েছে। তবে লঞ্চ ঘাটে স্বাভাবিক ভীড় রয়েছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ জিল্লুর রহমান জানায়, রোববার দুপুরের দিকে ২০টি পরিবহন ও ১২টি ছোট যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। তার পর যানপারাপার স্বাভাবিক হয়ে পরে। যা ঈদের আগে স্বাভাবিক অবস্থায় যে যানবাহনের চাপ থাকে তাও নেই।

ঢাকা থেকে খুলনা যাবেন মিজানুর রহমান। তিনি ভাড়া করা প্রাইভেট কার নিয়ে রোববার পাটুরিয়া ঘাট এলাকায় আসেন। কোনো দিবস ছাড়াই মাঝে মাঝে তাকে ৬০-৭০টি যানবাহনের লাইনের পিছনে পড়তে হয়। কিন্তু রোববার পাটুরিয়া ৫ নাম্বার ঘাট দিয়ে ৬টি যানবাহনের সিরিয়ালে পড়েন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি ফেরিতে উঠতে পারেন।

ঈদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখো মানুষের পারাপার নির্বিঘœ করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে গত শুক্রবার থেকে ঈদের তিনদিন পর পর্যন্ত সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ করে দেওয়া হয়।

তবে ঘাটে আটকা পরা ট্রাক চালক রফিক জানায়, এখন তো বাসের চাপ কম তারপরও আমাদের আটকে দিয়েছে। বাসের সাথে আমাদের ছেড়ে দিলে পরিবারের সাথে ঈদ করতে পারতাম।

ঈদের আগের দিন এসে ঘাট এলাকা এতটাই স্বাভাবিক অবস্থা হবে এমন দেখে বিআইডব্লিউটিসির এক কর্মকর্তা মন্তব্য করেন, আগে পরিবহন ফেরি পারাপারের অপেক্ষা করলেও এখন ফেরিই বাসের অপেক্ষা করে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানায়, রবিবার সকাল থেকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বড় যাত্রীবাহী বাসের তেমন কোন চাপ নেই। বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা বাসের সংখ্যা ছিল ১৫/২০টি।

অপরদিকে ঘাট এলাকায় বাড়তি যানবাহনের চাপ না থাকার কারণে দুই থেকে তিন ধরে পাটুরিয়া ট্রাক টার্মিনালে অপেক্ষায় থাকা ট্রাক গুলোকে বাসের সাথে সাথে গুরুত্ব অনুযায়ী কিছু কিছু পারাপার করা হচ্ছে। তবে এরপরও ঘাটের টার্মিনালে আটকা রয়েছে অধ শতাধিক ট্রাক।

অন্য সময় সাধারণত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৩/১৪টি ফেরি চলাচল করে। কিন্তু এখন ঈদ উপলক্ষ্যে বর্তমানে চলাচল করছে ১৮টি ফেরি।

এবিএন/সোহেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত