নড়াইল, ২৬ জুন, এবিনিউজ : পুত্র সাহিলকে সঙ্গে নিয়ে নড়াইলের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়ানডে অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্তজা কৌশিক। আজ সোমবার সকাল ৮টার ঠিক একটু আগে পুত্র সাহিল, ছোট ভাই সিজার, মামা নাহিদুল ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঈদগাহে এসে পৌঁছান মাশরাফি। এ সময় পুত্র সাহিল আর বাবা মাশরাফির পরনে ছিল লাল রঙের পাঞ্জাবি।
জেলা প্রশাসক মোঃ ইমদাদুল হক চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের কমিশনার এএফএম আমিনুল ইসলামসহ সর্বস্তরের মুসল্লিরা ঈদ জামায়াতে শরিক হন। জামায়াতে ইমামতি করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মওলানা আশরাফ আলী। এ সময় দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন মাশরাফি।
এবিএন/শংকর রায়/জসিম