![মাদারীপুরে যথাযথ মর্যদার মধ্যদিয়ে ঈদ উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/26/eid-uii-fitor_85253.jpg)
মাদারীপুর, ২৬ জুন, এবিনিউজ : ইসলামে জঈীবাদকে হারাম করা হয়েছে। সকল মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মাননীয় নৌ-পরিবহন মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি এ কথা বলেন। ঈদ-উল ফিতর নামাজ শেষে সকল মুসলিম উমর জন্য দোয়া করে এবং ইসলামে জঈিীবাদকে হারাম করা হয়েছে। যারা এদেশে জঙ্গিবাদ সৃস্টি করেছে তারা ইসলামকে ধংশ করার পায়তারা করছে তাদের পতিহতর করার জন্য আহবান করা হয়।
ধর্মপ্রাণ মুসলমান বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদ-উল-ফিতর উদযাপন অনুষ্ঠিত হয়। মাদারীপুর শহরের পৌরসভা কেন্দ্রীয় ঈদগা মাঠে অদ্য সোমবার জেলার ঈদের প্রধান জামায়তসহ দুটি জামায়াত অনুষ্ঠিত হয়।
প্রধান জামায়াত সকাল ৮টায় এতে ইমামতি করেন মাদারীপুর পুরানবাজার বড় মসজিদের পেশ ইমাম জনাব মাওলানা মোঃ বোরহান উদ্দিন এবং ২য় জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় ইমামতি করেন মাওলানা মোঃ রুহুল আমিন পেশ ইমাম মাদারীপুর পৌরসভা জামে মসজিদ।
উক্ত ঈদের নামাজে উপস্থিত থেকে সকল মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মাননীয় নৌ-পরিবহন মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম, মাদারীপুর পুলিশ সুপার জনাব মোঃ সরোয়ার হোসেন, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব পাভেলুর রহমান শফিক খান, মাদারীপুর পৌরসভার মেয়র জনাব খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর সদও মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল মোর্শেদ সহ প্রমুখ্য।
এবিএন/সাব্বির/জসিম/এমসি