
ঢাকা, ২৬ জুন, এবিনিউজ : ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম– এনডিপি’তে এরিয়া ম্যানেজার (এগ্রিকালচার) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
যোগ্যতা:
- কৃষিশিক্ষায় স্নাতক/ স্নাতকোত্তর
- সংশ্লিষ্ট ক্ষেত্রের ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।
- বয়স ৩৮ বছর অথবা এর নিচে
- মিড লেভেল প্রজেক্ট ব্যবস্থাপনায় কার্য অভিজ্ঞতা
- এমএস ওয়ার্ডে জ্ঞান
- বৈধ ড্রাইভিং লাইসেন্স আবশ্যক
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
বেতন সীমা : ৩০,০০০-৩৫,০০০ হাজার (৩ মাসের প্রবেশন পিরিয়ড)। প্রবেশন পিরিয়ড শেষে প্রজেক্ট বাজেট অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ : জুন ৩০, ২০১৭
আবেদন প্রক্রিয়া :
সময়সীমায় সিভির সঙ্গে ফরওয়ার্ডিং লেটারসহ ইমেইল করুন [email protected] বা সিভির সঙ্গে ফরওয়ার্ডিং লেটার, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের কপি, সম্পর্কিত ডকুমেন্টসমূহ, জাতীয় পরিচয়পত্রের কপি, পৌরসভা/ইউপি এবং অন্যান্যদের কাছ থেকে জাতীয়তা সনদ ম্যানেজার (এইচআরডি এন্ড এডমিন), ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এনডিপি), এনডিপি ভবন, বাগবাড়ী, উপজেলা- কামারখন্দ, জেলা. সিরাজগঞ্জ বা পি.ও. বক্স নং-০২ বরাবর সময়সীমায় পাঠাতে হবে। খামের উপর স্পষ্টভাবে পদের নাম উল্লেখ করতে হবে।
এবিএন/শংকর রায়/জসিম