![খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/28/kagachori.abnews24_85364.jpg)
গুইমারা, ২৮ জুন, এবিনিউজ : খাগড়াছড়ির গুইমারা উপজেলায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ৩জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন। উপজেলার হাফছড়ি ইউনিয়নের কালাপানি এলাকায় আজ বুধবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাফছড়ি এলাকার বারেক ফরাজীর ছেলে তরিকুল (২০), মো. ইউনুছ মিয়ার স্ত্রী রিপন আক্তার (২২) ও মেয়ে জান্নাতুল ফেরদাউস (৪)।
হাফছড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. আরমান হোসেন জানান, বুধবার সকালে এমএ মোর্শেদ (চট্টগ্রাম-জ ১১-০০০৭) নামের যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাচ্ছিল। কালাপানি এলাকায় পৌঁছালে এটি দুর্ঘটনায় পড়ে।
তিনি জানান, নিহত রিপন আক্তার ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন তার স্বামী ইউনুছ মিয়া। আরমান মেম্বার আরো বলেন, ‘আমরা সংবাদ পেয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করি।’
এবিএন/শংকর রায়/জসিম