শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

দৌলতদিয়ায় পাটুরিয়া ফেরি ঘাট স্বাভাবিক

দৌলতদিয়ায় পাটুরিয়া ফেরি ঘাট স্বাভাবিক

মানিকগঞ্জ, ২৮ জুন, এবিনিউজ: ঈদের ছুটিতে শেষে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও যানবাহন রাজধানীতে প্রবেশের পথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট।প্রতি ঈদেই পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ঘরমুখো ও ঘরফেরা মানুষের বাড়তি চাপে মুখরিত থাকে সপ্তাহ খানেক আগ থেকে সপ্তাহ খানেক পর পর্যন্ত। নৌরুটের উভয় ঘাটে যাত্রীবাহী বাসের সারি লক্ষ্য করা যায়।তবে এবারের ঈদযাত্রা হয়েছে অনেকটাই ব্যতিক্রম। ঈদের আগে তুলনামূলকভাবে খুব একটা ভোগান্তি পোহাতে হয়নি মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায়।ঈদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখো মানুষের পারাপার নির্বিঘ্ন করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে শুক্রবার থেকে ঈদের তিনদিন পর পর্যন্ত সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ করে দেওয়া হয়।

ঈদের আগের দিন থেকে এখন পর্যন্ত যাত্রীবাহী গাড়ির জন্য ফেরি অপেক্ষমান রয়েছে বলে সংশ্লিষ্টদের অভিমত। দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজনীয় যানবাহন না পেয়ে অল্প অল্প যানবাহন নিয়েই ফেরিগুলো নৌরুট পারপার হচ্ছে বলে জানায় ঘাট সংশ্লিষ্টরা।বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ জিল্লুর রহমান জানায়, ঘাটে পারাপারের অপেক্ষায় যানবাহনে দির্ঘ কোন সাড়ি নেই। যানপারাপার স্বাভাবিক রয়েছে। তবে ঈদের আগে ও পরে যে অস্বাভাবিক অবস্থায় যানবাহনের দির্ঘ চাপ ঘাটে সৃষ্টি হয় তা এখনো হয় নি। তবে দুপুরের পর থেকে ঘাটে যানবাহনের চাপ পরতে পারে।

দৌলতদিয়া বিআইডব্লিউটিসি কার্যালয়ের সহাকারী ব্যবস্থাপক রুহুল আমীন জানায়, ঈদে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার এখনও চাপ পড়েনি। ঈদের পর দিন মঙ্গলবার দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে রাজধানীমুখী আনুমানিক ১৫শ’ যানবাহন নৌরুট পার হয়েছে। যেখানে গড়ে প্রতিদিন প্রায় ২৫শ’ থেকে তিন হাজার গাড়ি এই নৌরুট পারাপার হয়।তবে দুপুরের পর থেকেই রাজধানীমুখী যাত্রীদের বাড়তি যানবাহনের কিছুটা চাপ পড়ার সম্ভাবনা রয়েছে। বাড়তি এসব যানবাহনের চাপ সামাল দিতে নৌরুটে ছোট বড় মিলে ১৯টি ফেরি চলাচল করছে।

উভয় ঘাটের পন্টুনগুলোও স্বাভাবিক রয়েছে। সুতরাং আবহাওয়া অনুকূলে থাকলে রাজধানীমুখী মানুষের বাড়তি চাপ সামাল দিতে তেমন একটা ভোগান্তি পোহাতে হবে না বলেও মন্তব্য করেন তিনি।পাটুরিয়া বিআইডব্লিউটিসি কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানায়, অন্যান্য সময়ে ঈদের দিনও পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাড়তি যানবাহনের অতিরিক্ত চাপ থাকে। তবে এবার ঈদের আগের দিন থেকেই পরিস্থিতি অনুকূলে রয়েছে। ঈদের আগের দিন বিকেল থেকে অনেকটাই গাড়ির অপেক্ষায় প্রহর গুণছে ফেরিগুলো। প্রাকৃতিক কোন বিপর্যয় না হলে ঈদে ঘরফেরা রাজধানীমুখো মানুষের তেমন কোনো ভোগান্তি হওয়ার সম্ভাবনা নেই।

এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/অসীম রায়

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত