![লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে পড়ে নিহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/28/manikgoang_85375.jpg)
মানিকগঞ্জ, ২৮ জুন, এবিনিউজ : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের পাশ্ববর্তি ধামরাইয়ের বাথুলী এলাকায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ে দুই জন নিহত ও চার জন মারাত্নক আহত হয়েছে। হতাহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদও হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষনিক ভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বুধবার বেলা ১১ টার দিকে ঢাকা থেকে ফরিদপুর যাওয়ার পথে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া হাইওয়ে থানা পুলিশের এসআই নান্নু মন্ডল জানায়, ‘বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী এলাকায় ঢাকা থেকে ফরিদপুরগামী লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পরে যায়।’
ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, ‘হতাহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। হতাহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।’
নিহতদের লাশ মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এবিএন/সোহেল/জসিম/এমসি