শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

খাগড়াছড়িরতে যাত্রীবাস উল্টে নিহত-৩

খাগড়াছড়িরতে যাত্রীবাস উল্টে নিহত-৩

খাগড়াছড়ি, ২৮ জুন, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায় জেলা সদর থেকে রওনা হওয়া চট্টগ্রাম গামী বাস একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে ঘটনাস্থলেই ৩জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের কালাপানি এলাকায় বুধবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাফছড়ি এলাকার বারেক ফরাজীর ছেলে মো: তরিকুল ইসলাম(২০), মো: ইউনুছ মিয়ার স্ত্রী রিপন নেশা আক্তার(২৪) ও তার মেয়ে জান্নাতুল ফেরদৌস(৪)। খবর পেয়ে গুইমারা রিজিয়নের সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা মিলে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পলাতক রয়েছে। আত্মীয়স্বজনদের আহাজারিতে সড়ক দুর্ঘটনাস্থল এলাকা এক বেদনাদায়ক পরিবেশ সৃষ্টি হয়।

স্থানীয়রা খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের দ্রুত বিভিন্ন পাশ^বর্তী হাসপাতালে প্রেরন করা হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

গুইমারা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো: শাফিকুল ইসলাম জানান, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী এমএ মোরশেদ পরিবহন নামক বাসটি কালাপানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসে নিচে চাপার পড়ে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারায়। সেনা ও পুলিশের সহায়তায় স্থানীয় লোকজন বাসটিকে উল্টে নিহত ও আহতদের উদ্ধার করে।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত