রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • জবস
  • অগ্রণী ব্যাংকে নিয়োগ পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ

অগ্রণী ব্যাংকে নিয়োগ পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ

অগ্রণী ব্যাংকে নিয়োগ পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ

ঢাকা, ২৮ জুন, এবিনিউজ : অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার সংশোধিত ফলাফল আজ বুধবার প্রকাশ করা হয়েছে। আগের ফলাফলে আট হাজার ১৯২ জন উত্তীর্ণ হয়েছিলেন। ওই ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অভিযোগ করছিলেন, বি সেটের ফলাফলে কোথাও ভুল হয়েছে।

আজ প্রকাশিত নতুন ফলাফলে আরও সাত হাজার ৮১১ জন উত্তীর্ণ হয়েছেন। এ নিয়ে মোট উত্তীর্ণ হলেন ১৬ হাজার তিনজন।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব মোশাররফ হোসেন খান বলেন, ‘বি সেটের উত্তরপত্রে কম্পিউটার মূল্যায়নে ভুল ধরা পড়ায় আমরা সেটি সংশোধন করেছি। এরপর নতুন করে ফল দেওয়া হলো। তবে লিখিত পরীক্ষা ১৪ জুলাই-ই অনুষ্ঠিত হবে।’ এমন ভুল কী করে হলো-জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ৫৫ কাট মার্কস ধরে আট হাজার ১৯২ জনকে রেখেছিলাম। আমরা বুঝতে পারিনি বি সেটের ছেলেমেয়েদের ক্ষেত্রে এত বড় ভুল হয়েছে। যাই হোক আমরা ভুল সংশোধন করে নিয়েছি।’

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত