
হবিগঞ্জ, ২৮ জুন, এবিনিউজ : হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০জন। নিহতরা তারা হলেন, নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র আব্দুল আলীর ছেলে ওমর আলী (১০), তার মা সুজিয়া বেগম (৪০) ও অটোরিকশার চালক তজমুল আলী (৩০)।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজারের নিকটে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি ঔষধ কোম্পানির একটি প্রাইভেট মাইক্রোবাসের সঙ্গে মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওমর আলী পরে হাসপাতালে নেওয়ার পথে তজমুল আলী এবং নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুজিয়া বেগম মারা যান।
এ ঘটনার পরপর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেয় স্থানীয়রা। পরে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।
এবিএন/জনি/জসিম/জেডি