মানিকগঞ্জ, ২৯ জুন, এবিনিউজ : ঈদে আনন্দ আরো বাড়িয়ে তুলতে মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি জমিদার বাড়িতে ভিড় করছে দর্শনার্থীরা। গতকাল বুধবার পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধব অথবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে দলবেধে জমিদার বাড়িতে এসেছে দর্শনাথীরা।
সরকারী নিয়ম অনুযায়ী ঈদের দিন বন্ধ থাকে বালিয়াটি জমিদার বাড়ি। তাই পরদিন থেকে প্রচ- ভিড় হতে থাকে এ রকম অবস্থা থাকে প্রায় সপ্তাহ জুরেই।
আর অতিরিক্ত মানুষের চাপে সাটুরিয়া বালিয়াটি সড়কে চলাচল করা যানবাহন গুলো ভাড়া দ্বিগুন করেছে। আগে সাটুরিয়া থেকে বালিয়াটি জমিদার বাড়ির ভাড়া ১০ টাকা থাকলেও কয়েক দিন ধরে তা ২০ টাকা করে নিচ্ছে।
ঢাকা থেকে বালিয়াটি জমিদার বাড়ির দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। বালিয়াটির তৎকালীন জমিদার রাজচন্দ্র রায় চৌধুরী, ভৈরব রায় চৌধুরী, ঈশ্বর চন্দ্র রায় চৌধুরী ও ভগবান রায় চৌধুরী। এরা চার ভাই মিলে ৫.৯৮ একর জমির ওপর এ জমিদার বাড়ি প্রতিষ্ঠা করে। শৈল্পিক কারুকার্যখচিত এ বাড়ির ভেতর দুতলায় রয়েছে অপরূপ রঙ মহল।
ধামরাই থেকে আসা ওয়াসিম জানায়, ‘এবারই প্রথম বালিয়াটি জমিদার বাড়িতে এসেছি। অনেকের কাছে বালিয়াটি জমিদার বাড়ির গল্প শুনেছি। ঈদে গাড়ি ভাড়া করে আমরা অনেক বন্ধু এক সাথে জমিদার বাড়িটি দেখতে অসলাম।’
বালিয়াটি জমিদার বাড়ির দায়িত্বে থাকা গেস্ট কিলন টেকনিশিয়ান সঞ্জয় বড়ুয়া জানায়, ‘জমিদার বাড়িটি দেখতে সারা বছর যে পরিমান মানুষ আসে তার থেকে কয়েক গুন বেশি মানুষ আসে ঈদের সময়। ঈদে এতো বেশি দর্শনাথী আসে যে তাদের চাপ সামলাতে আমাদের হিমসিম খেতে হয়। অতিরিক্ত দশনাথীর চাপ সামাল দিতে আমাদের লোকদের পাশাপাশি আমরা পুলিশের সহযোগীতা নিয়ে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করেছি।’
এবিএন/সোহেল রানা/জসিম/এমসি