![রাজবাড়ীরতে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ৬ জন আহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/29/sam_85520.jpg)
রাজবাড়ী, ২৯ জুন, এবিনিউজ : রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমিজমা নিয়ে বিরোধের জেরধরে ৬ জন আহত হয়েছে। আহতদের বালিয়াকান্দি স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি উপজেলার চর-ঘিকমলা গ্রামে বাঁশবাগানের দখল নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য জন্টুর নেতৃত্বে অর্ধশত গ্রামবাসী আবুল হোসেনের বাড়ীঘর ভাঙ্চুর করে মালামাল লুট করে নেয়। পুলিশ জিজ্ঞাসবাদের জন্য উভয়পক্ষের দুই জনকে আটক করে থানার নিয়ে এসেছে বলে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান নিশ্চিত করেছে।
এবিএন/রবিউল ইসলাম/জসিম/এমসি