![মাগুরায় আ’লীগ নেতার ওপর সন্ত্রাস](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/29/magura_abnews24_85555.jpg)
মাগুরা, ২৯ জুন, এবিনিউজ : মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নানের ওপর হামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা-মহম্মদপুর সড়কের কালুকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুল মান্নান জানান, উপজেলার বেথুলিয়া গ্রাম থেকে তিনি মোটরসাইকেলে মাগুরা কোর্টে যাচ্ছিলেন। কালুকান্দি এলাকায় পৌঁছালে ৪-৫ জন যুবক মোটরসাইকেল থামিয়ে তাকে মারপিঠ করেন। এতে তিনি আহত হন।
মহম্মদপুর থানার ওসি মো. তরীকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনার বিচার দাবিতে আব্দুল মান্নানের সমর্থকরা এক ঘণ্টা সড়ক অবরোধ করেন।
এবিএন/জনি/জসিম/জেডি