শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

চাঁদপুরে খিরাই নদীর উপর কাঠের ব্রীজ নির্মান

চাঁদপুরে খিরাই নদীর উপর কাঠের ব্রীজ নির্মান

চাঁদপুর, ২৯ জুন, এবিনিউজ : মতলব-দাউদকান্দির চরশিলিন্দিয়া-নারানদিয়া খিরাই নদীর উপর স্বেচ্ছাশ্রমে ৩শত ২০ফুটের কাঠের ব্রীজ নির্মান করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ কাঠের ব্রীজটি উদ্বোধন করেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য মোঃ আল আমিন ফরাজী।

বকচর, বিশ্বাসপুর, পিতাম্বদী, মাসুন্ডাসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে চরশিলিন্দা গ্রামের ৬টি বাড়ীর লোকজনের নিজস্ব অর্থায়নে ৩শ’ ২০ফুট লম্বা কাঠের ব্রীজটি নির্মাণ করা হয়। চরশিলিন্দা গ্রামের মানুষ স্বল্প সময়ে দাউদকান্দি হয়ে ঢাকা যাতায়াতের জন্য মেঘনার শাখা খিরাই নদীর উপর এ কাঠের ব্রীজটি নির্মান করেন।

চরশিলিন্দা গ্রামের অধিবাসী আলম প্রধান জানান, ১২ লক্ষাধিক টাকা ব্যয়ে সকলের সহযোগিতা নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ভিত্তিতে এ কাঠের ব্রীজটি নির্মান করা হয়েছে। এছাড়া সার্বিক সহযোগিতা করেছেন মোঃ খোকন, জসিম উদ্দিন, আবুল কালাম, ইদ্রিছ মিয়াজী ও মিস্ত্রি মোঃ আনোয়ার। কাঠের ব্রীজটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েরগাঁও উত্তর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য মোঃ আল আমিন ফরাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল নেওয়াজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী,দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাস্বেকলীগের সভাপতি সাইফুল ইসলাম মিয়াজী, মতলব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি পিন্টু সাহা, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. আনোয়ার হোসেন, প্রবাসী আলম প্রধান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমন মিয়াজী। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ ইদ্রিছ মিয়াজী।

এবিএন/শ্যামল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত