শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রাজাপুরে চাঁদা না পেয়ে সাংবাদিককে হত্যার চেষ্টা

রাজাপুরে চাঁদা না পেয়ে সাংবাদিককে হত্যার চেষ্টা

রাজাপুরে চাঁদা না পেয়ে সাংবাদিককে হত্যার চেষ্টা

ঝালকাঠি, ৩০ জুন, এবিনিউজ : ঝালকাঠির রাজাপুরের উত্তমপুর গ্রামে স্থানীয় ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান ওরফে মনির মেম্বর দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক মোকাবেলা পত্রিকার নির্বাহি সম্পাদক রমজান আলী (২৮) ও তার ভাই বরকতকে (২৬) হত্যার উদ্দেশ্যে মাথায় মারাত্মকভাবে কুপিয়ে জখম করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উত্তমপুর বাজার থেকে তাদের বাড়ি যাওয়ার পথে উত্তমপুর বাজার সংলগ্ন এলাকায় বুধবার সকালে পরিকল্পিতভাবে মনির মেম্বর ও তার দলবল এ হামলা চালায়। সাংবাদিক রমজানকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা পিজি হাসপাতালে প্র্রেরণ করা হয়েছে।

এদিকে রমজান, তার ভাই বরকতের ওপর হামলা চালিয়ে উল্টো নিজেরা বাঁচতে তাদের ওপর হামলা হয়েছে সাজিয়ে রাজাপুর থানায় রমজানসহ ৮ জনকে আসামী করে বুধবার সন্ধ্যায় মামলা দায়ের করেছে করলে রাজাপুর থানার ওসি মুনির উল গিয়াস আহত সাংবাদিক পরিবারের মামলা গ্রহনে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ঝালকাঠি পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে বৃহস্পতিবার রমজানের বাবা আবুল হোসেন হাওলাদার বাদী হয়ে চাঁদাদাবি ও দুই ছেলেকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে টাকা ও সোনারসহ লুটের অভিযোগে মনির মেম্বরসহ ৭ জনের বিরুদ্ধে রাজাপুর থানা পুলিশ এজাহার রেকর্ড করেছে।

আবুল হোসেন হাওলাদার তার মামলায় উল্লেখ করেন, পারিবারিক বিষয় ও জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে স্থানীয় ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান ওরফে ইয়াবা ব্যবসায়ী মনির মেম্বরের সাথে বিরোধ চলিয়া আসিতেছিল। উক্ত বিরোধের জের ধরে আসামীরা বিভিন্ন রকম ক্ষতিসাধন ও সাংবাদিক রমজানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। চাঁদার টাকা না দেয়ায় আসামী ইয়াবা ব্যবসায়ী মনির মেম্বর, আবুল কাশেম, কবির হোসেন, বশির, আনোয়ার হোসেন ও নুপুর বেগম দলবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে দা, রামদা ও লোহার রড দিয়ে রমজান ও বরকতকে কুপিয়ে ও পিটিয়ে মাথার গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় ২টি স্বর্ণের চেইনসহ অর্ধলক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিমে ভর্তি করলে সেখানে সাংবাদিক রমজানের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ঢাকা পিজি হাসপাতাল প্রেরণ করেন। ঘটনার পর বুধবার সকালে থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তার অচেতন রয়েছেন। রাজাপুর থানার ওসি তদন্ত হারুন অর রশিদ জানান, হামলাকারী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মনিরুজ্জামান ওরফে মনির বড়ইয়া ইউনিয়ন যুবদলের সেক্রেটারি এবং বড়ইয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের (চল্লিশ কাহনিয়া) ইউপি সদস্য। বড়ইয়া ইউনিয়ন আ’লীগের এক নেতার শেল্টারে এলাকায় জমিদখল, ইয়াবার ব্যবসা, জুয়া ও চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করছে।

বড়ইয়া ইউনিয়ন বিএনপির এক নেতা জানান, মনিরুজ্জামান ওরফে মনির এলাকায় বিভিন্ন বিতর্কিত কর্মকান্ড করায় দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে, তার অপকর্মের দায়ভার দল নেবে না। এমনকি আ’লীগের লোকজনের সাথে লিয়াজু করে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন ভাবে হয়রানি করছে। তার নামে রাজাপুর থানায় একাধিক মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে।

অভিযুক্ত মনিরুজ্জামান ওরফে মনির অভিযোগ অস্বীকার করে জানান, স্থানীয় প্রতিপক্ষরা তার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

এবিএন/আজমীর/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত