শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

পাংশায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

পাংশায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

রাজবাড়ী, ৩০ জুন, এবিনিউজ : রাজবাড়ীর পাংশায় বাস ও ভ্যান সংঘর্ষে মাতৃহারা চতুর্থ শ্রেনীর এক ছাত্র নিহত ও ভ্যান চালক সহ কয়েকজন আহত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০.১০ মিনিটের দিকে রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কে পাংশা মৈশালা বড়গাছি বাসষ্ট্যান্ড এর পূর্ব পার্শে এ দুর্ঘটনাটি ঘটে।

সুত্রমতে জানা যায়, উপজেলার মাছপাড়া মুখি ভ্যানটি ৪ জন যাত্রী নিয়ে উক্ত স্থানে পৌছালে রাজবাড়ী গামী পদ্মা গড়াই (ঢাকা মেট্রো ব -০২-০২২৪) বাসটি এসে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আসাদুল (১২) নামে মাতৃহারা কিশোরটির মৃত্যু হয়। ভ্যান চালক সহ অপর চার জন আহত হয়।

সংবাদ পেয়ে পাংশা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করে সড়কে যান চলাচল সাভাবিক করেন। এবং আহতদেরকে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন।

নিহত আসাদুল উপজেলার কলিমহর ইউপির বসাকুষ্টিয়া গ্রামের কিছুটা মানষীক বিকারগ্রস্থ্য জলিল শেখ এর ছেলে। সুত্রমতে আরও জানা যায়, নিহত আসাদুল ভ্যানযোগে চাচাতো ভাই সালাম (০৯) ও ফুপু আছিরন খাতুন (৬৫) এর সাথে নিজ গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলো। আসাদুলের মা গত ৯ বসর পূর্বে মারা যান।

ঘটনার পরপরই বাস ফেলে রেখে ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার পালিয়েছে। পাংশা থানা পুলিশ ভ্যান ও ঘাতক বাসটিকে নিজেদের হেফাজতে নিয়েছে।

এবিএন/রবিউল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত