![মুন্সিগঞ্জে বাস চাপায় ১পুলিশ সদস্যের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/01/munshigoang_abnews24 copy_85769.jpg)
মুন্সিগঞ্জ, ১ জুলাই, এবিনিউজ : মুন্সিগঞ্জের গজারিয়ায় রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় এক পুলিশ সদস্য মারা গেছেন। ভবেরচর হাইওয়ে ফাঁড়ির এসআই হাসেম মুন্সী জানান, গতকাল শুক্রবার সকালে উপজেলার আনারপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শহিদুল ইসলাম শহিদ (৩০) জয়পুরহাটের গনিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকাগামী এস আলম পরিবহনের একটি বাস বিকল হয়ে গেলে সেটা সরিয়ে নেওয়ার জন্য পুলিশ রেকার নিয়ে সেখানে যায়। সে সময় ফাঁড়ির গাড়িচালক কনস্টেবল শহিদ রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় মারা যান।
এবিএন/আতিকুর/জসিম/এমসি