![রামগড়ে সন্ত্রাসীদের ধাওয়াকে কেন্দ্র করে পাহাড়ি-বাঙালি উত্তেজনা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/01/khagrachori_abnews24 copy_85794.jpg)
খাগড়াছড়ি, ১ জুলাই, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলায় সন্ত্রাসীদের ধাওয়াকে কেন্দ্র করে জেলার রামগড় উপজেলার দুর্গম সোনাইআগা, বটচন্দ্রপাড়া ও কালাডেবা এলাকায় পাহাড়ি ও বাঙ্গালী স¤প্রদায়ের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
গতকাল শুক্রবার রাত থেকে উত্তেজনা শুরু হওয়া প্রশমিত না হয়ে আবার আজ শনিবার সকালে কালাডেবা বাজারে পাহাড়ি ও বাঙ্গালী উভয়ের বিশ্বাস-অবিশ্বাস জন্ম নেয়। এই উত্তেজনার কারণে আতংকিত অবস্থায় আছে এসব এলাকার পাহাড়ি ও বাঙ্গালী লোকজন। তবে পুলিশ প্রশাসন বলছেন পরিস্থিতি সম্পূর্ন শান্ত আছে এবং নিয়ন্ত্রণে আছে।
রামগড় ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার ক্যরি মারমা জানান, রাত ১১টার দিকে কয়েকশত বাঙ্গালীদের ধরধর, মার-মার শব্দে আতংকিত হয়ে পড়ে শতশত পাহাড়ি। অনেকে ভয়ে বাড়ি-ঘর ফেলে পাশের জঙ্গলে আশ্রয় নেয়। তিনি নিজেও সেলফোন বন্ধ করে আঁধারে অবস্থান নিয়েছেন উল্লেখ করে বলেন বিশেষ করে পুলিশ ও বিজিবির কারণে পরিস্থিতি শান্ত হয়েছে।
রামগড় থানার অফিসার ইনচার্জ মো: শরীফুল ইসলাম জানান, সন্ত্রাসীদের ধাওয়া করতে গিয়ে পাহাড়ি এলাকায় ঢুকে পড়ে বাঙালিরা। তবে তারা কোন পাহাড়ি জনসাধারণের উপর হামলা করেনি কিংবা কোন অপ্রীতিকর ঘটনার জন্ম দেয়নি।
রাত বারোটার দিকেই পরিস্থিতি শান্ত হয়ে যায় উল্লেখ করে তিনি আরো বলেন, এসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/এমসি