
চাঁদপুর, ১ জুলাই, এবিনিউজ : চাঁদপুরে প্রথমবারের মতো একসাথে ৫টি রোটারী ক্লাবের উদ্যোগে রোটারী নববর্ষের প্রথম দিন উদযাপন করা হয়েছে। আজ শনিবার চাঁদপুর লঞ্চঘাটে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও নাস্তার প্যাকেট বিতরণ করা হয়। বেলা ১২টার দিকে চাঁদপুর রোটারী ক্লাবে প্রেস ব্রিফিং ও একজন দরিদ্র শিক্ষার্থীকে কলেজে ভর্তির জন্য ৩ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
সকালে ৩ শতাধিক মানুষের বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা ও রক্তের গ্রুপিং, ওজন মাপা ও বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ব্যবস্থাপত্র দেয়া হয়। চাঁদপুর, চাঁদপুর সেন্ট্রাল, হাজীগঞ্জ, মতলব ও লক্ষ্মীপুর রোটারী ক্লাবের যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়েছে।
চাঁদপুর লঞ্চঘাটে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি রোটারিয়ান আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম। চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
চাঁদপুরের বিশেষজ্ঞ চিকিৎসক রোটারিয়ান ডা. একিউ রুহুল আমিন, রোটারিয়ান ডা. বিশ্বনাথ পোদ্দার, রোটারিয়ান ডা. একেএম মাহবুবুর রহমান, ডা. মিজানুর রহমান খান, ডা. পিযুষ কান্তি বড়–য়া, ডা. আজাদুল হক ও ডা. নাজমা আহমেদ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
দুপুর ১২টায় চাঁদপুর রোটারী ক্লাবে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, রোটারী জেলা লেফ্টেনেন্ট গভর্নর রোটারিয়ান কাজী শাহাদাত, জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান বিএম আহসান কলিম, সাবেক সহকারী গভর্নর রোটারিয়ান শেখ মনির হোসেন বাবুল, রোটারিয়ান রোকনুজ্জামান রোকন প্রমুখ।
এসময় স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে সুমাইয়া আক্তার নামের একজন দরিদ্র কলেজ ছাত্রীকে ৩ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
এবিএন/শ্যামল/জসিম/এমসি