শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মানিকগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

মানিকগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

মানিকগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

মানিকগঞ্জ, ০২ জুলাই, এবিনিউজ : মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল মরিচ হাট থেকে এক মরিচ ব্যবসায়ীর ও ইউপি সদস্যকে মারধোর করে এক লাখ ৮০ হাজার ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইয়ের শিকার হওয়া ব্যবসায়ী মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের মৌহালী এলাকার বিসু বেপারীর ছেলে শাহিনুর রহমান (৩৬)। সে স্থানীয় বড়টিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার)। আজ রবিবার দুপুরের দিকে উপজেলার বরংগাইল মরিচ হাটে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। শাহিনুর জানায়, আজ রবিবার সকালে ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা উত্তোলন করে সে। দুপুর পর্যন্ত তার নিজের তিন পকেটে সবশেষে দুই লক্ষ টাকা অবশিষ্ট থাকে পাওনাদারদের দেবার পর। এ সময় আজিম নামের এক ব্যক্তি তার সহযোগীদের নিয়ে প্রকাশ্যে তাকে মারধর করে দুই পকেট থেকে এক লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. আলমগীর হোসেন জানায়, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিএন/সোহেল রানা খান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত