শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রামগড়ে পাহাড়িদের বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ

রামগড়ে পাহাড়িদের বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ

রামগড়ে পাহাড়িদের বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ

খাগড়াছড়ি, ২ জুলাই, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলায় সেটলার কর্তৃক বিনা উস্কানিতে সোনাইআগা, তালতলী ও ব্রতচন্দ্র পাড়ায় পাহাড়িদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে হুদুকছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম রাঙ্গামাটি জেলা শাখার।

মিছিলটি গতকাল শনিবার দুপুর ২টায় বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয় গেইট হতে শুরু করে হুদুকছড়ি বাজার পদক্ষিণ করে ইউপিডিএফ কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ মাধ্যমে শেষ হয়। সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের রাঙ্গামাটি জেলা আহ্বায়ক ধর্মশিং চাকমা সভাপতিত্বে পাহাড়ি ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা সহ-সভাপতি নিকন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলা শাখা সহ-সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি কুনেন্টু চাকমা।

বক্তারা, বিক্ষোভ সমাবেশ থেকে রামগড়ে সেটলার কর্তৃক তিন পাহাড়ি গ্রামে হামলার মূল হোতা বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি মোঃ হোসাইন, নূরনবী, জসীম ও মিন্টু কোম্পানিসহ ঘটনার সাথে জড়িত সেটলার বাঙালিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত