শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • মেলা বন্ধ করায় ধামরাইয়ে উল্টো রথযাত্রা স্থগিত

মেলা বন্ধ করায় ধামরাইয়ে উল্টো রথযাত্রা স্থগিত

মেলা বন্ধ করায় ধামরাইয়ে উল্টো রথযাত্রা স্থগিত

ঢাকা, ০২ জুলাই, এবিনিউজ : ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী রাথযাত্রা উৎসবের রথমেলা নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়ার পর আগামীকালের সোমবার উল্টো রথযাত্রা স্থগিত করেছে আয়োজক কমিটি। এতে রথমেলা প্রাঙ্গনে থাকা দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে। মেলা প্রাঙ্গনে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে প্রবেশ পথে চেক পোষ্ট ও তল্লাশী। উপজেলা জুড়ে চলছে সন্দেভাজনদের গ্রেফতার অভিযান।

আয়োজক কমিটির সভাপতি নন্দ গোপাল উল্টো রথযাত্রা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও একাধিক গোয়েন্দা সূত্রে জানা গেছে, আগামী ৩ জুলাই ধামরাইয়ে রথমেলায় আত্মঘাতী জঙ্গি হামলার আশংকার তথ্য পেয়েছে তারা। তাই রথ মেলায় অতিরিক্ত নিরাপত্তা দিতে এবং বিষয়টি অবগত করতে গতকাল শুক্রবার বিকেল ৫টায় ধামরাই থানায় এক মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা জেলা পুলিশ।

এতে ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, ঢাকা জেলা (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, ডিএসবির ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, ধামরাই পৌর মেয়র গোলাম কবির, ধামরাই থানার ওসি রিজাউল হক, যশোমাধব মন্দির ও রথ পরিচালনা পরিষদের সহ-সভাপতি জগদীশ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেনসহ অনেকে উপস্থিত ছিলেন। ওইদিন সন্ধ্যায় রথ মেলায় সার্কাসসহ বিভিন্ন বিনোদনমুলক অনুষ্ঠান বন্ধ করা হয়। রথ মেলাঙ্গ নিরাপত্তা চাদরে ঢেকে ফেলে পুলিশ। পুলিশ কর্মকর্তারা পরিদর্শন করেন বিভিন্ন পয়েন্টের সড়ক। গত শনিবার মেইন সড়কে চেকপোষ্ট বসানো হয়। আজ রবিবার সকাল থেকে উল্টো টান শেষ না হওয়া পর্যন্ত ধামরাইয়ের রথমেলাঙ্গন ও পাশের সকল দোকানপাট বন্ধ থাকবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৫ জুন ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা শুরু হয়।

এবিএন/শংকর রায়/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত