শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঝালকাঠি হাসপাতালে ছাড়পত্র না দিয়েই অসুস্থ গৃহবধুর নাম কেটার অভিযোগ
গর্ভবতী গৃহবধুকে মারধরের ঘটনায় মামলা

ঝালকাঠি হাসপাতালে ছাড়পত্র না দিয়েই অসুস্থ গৃহবধুর নাম কেটার অভিযোগ

ঝালকাঠি হাসপাতালে ছাড়পত্র না দিয়েই অসুস্থ গৃহবধুর নাম কেটার অভিযোগ

ঝালকাঠি, ০৩ জুলাই, এবিনিউজ :স্বন্ত্রাসী হামলা থেকে স্বামীকে রক্ষা করতে গিয়ে পেটে লাথিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সুমি বেগমকে আরএমও ডা. গোলাম ফরহাদ অসুস্থ অবস্থায় ঝালকাঠি হাসপাতাল থেকে নাম কেটে দিয়েছে। গত ২৯ জুন অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তির পর গৃহবধূর স্বামি রাজিব সরকার ঝালকাঠি থানায় মামলা দায়ের করলে আসামীরা ‘অর্থের বিনিময়ে’ ম্যানেজ করলে আরএমও ডা. গোলাম ফরহাদ দু’দিনের মধ্যে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নাম কেটে বের করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত রবিবার বিকালে আহত গৃহবধূর অভিযোগ করেন ‘ডাক্তার ফরহাদ আসামী পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে তার সাথে দূর্ব্যবহার করেছে ও অসুস্থ অবস্থায় ছাড়াপত্র না দিয়েই হাসপাতাল থেকে বের করে দিয়েছে’।

অপরদিকে ঝালকাঠি থানায় এ ঘটনায় মামলা দায়েরের সাথে সাথেই অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে আইও এসআই মিজানসহ পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৪ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। আসামীরা হলো মুরাসাতা গ্রামের কালাম শরীফের ছেলে সিফাত শরীফ (২৩), আক্কাস মল্লিকের ছেলে রাফি মল্লিক (২৩), মকরমপুরের আলমগীর ফকিরের ছেলে মিলন ফকির (২১) ও মুরাসাতার রুস্তম আলী মৃধার ছেলে অনিক মৃধা (২০)। তবে এজাহারভূক্ত ফজলে আলী হাওলাদারের ছেলে আসামী মেজবা (২২) পলাতক রয়েছে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ২৯ জুন বিকাল সাড়ে ৪ টার সময় রাজিব সরদার তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে ফকির বাড়ি রাস্তা দিয়ে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। তখন তাদের পথরোধ করে আসামীরা রাস্তার পাশ দিয়ে হাটতে বলে। মামলার বাদী রাজিব এর প্রতিবাদ জানালে বখাটে সিফাত ও মেজবা তাদের সহযোগী রাফি মল্লিক, মিলন ফকির ও অনিক মৃধাকে ঘটনাস্থলে ডেকে আনে।

এরপর তারা বাদী রাজিব ও তার স্ত্রীকে মারধর করে। এসময় গৃহবধু সুমীর তলপেটে লাথি মারে ও পরিদেয় কাপড় ছিড়ে ফেলে শ্লীলতাহানি করে। এক পর্যায় সন্ত্রাসীরা রাজিবের পকেটে থাকা নগদ সাড়ে ৭ হাজার টাকা ও তার স্ত্রীর গলার চেইন ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় পথ রোধ করে হত্যার উদ্দেশ্যে গর্ভবতী মহিলাকে লাথি মেরে আহত ও শ্লিলতাহানীসহ খুন যখমের হুমকীর অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

অভিযোগের বিষয়ে আরএমও ডা. গোলাম ফরহাদ জানিয়েছে, রোগীনির (গৃহবধু সুমি) কোন সমস্যা না থাকায় ও সে নিজেই বাড়ি যেতে চাওয়ায় তাকে রিলিজ করা হয়েছে। কিন্তু এখোন কেনো অসুস্থ অবস্থায় নাম কর্তন বা তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সেটা তিনি বলতে পারছেন না।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত